চট্টগ্রামে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দুর্গম পাহাড়ে আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পাওয়া গেছে। সেখানে অভিযান চালিয়ে ১০টি আগ্নেয়াস্ত্রসহ মূল কারিগর জাকির হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (৩১ আগস্ট) উপজেলার দুর্গম পাহাড় থেকে ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং জাকিরকে গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামও জব্দ করা হয়েছে।

র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ এ তথ্য নিশ্চিত করে বলেন, বাঁশখালী উপজেলার দুর্গম পাহাড়ে আগ্নেয়াস্ত্র তৈরির ওই কারখানার সন্ধান পাওয়া গেছে। অভিযান চালিয়ে সেখান থেকে অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম ও ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং ওই কারখানার মূল কারিগর জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।