
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার মিয়াখাননগর এলাকায় দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে সাইফুল আলম রাকিব (২৪) নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার দিবাগত মধ্যরাতে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়। স্থানীয় সূত্র জানায়, নিজ বাসার কাছে দিবাগত রাত ১টার দিকে একটি দোকান থেকে কেনাকাটা করার সময় কয়েকজন দুষ্কৃতিকারী আকস্মিকভাবে রাকিবকে এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন রাইজিংবিডিকে জানান, গভীর রাতে ছুরিকাঘাতে গুরুতর আহত রাকিবকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে স্বজনরা। এই সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় বাকলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।