
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানার নতুন পাড়া থেকে দুহাজার পিস ইয়াবাসহ দুই তরুণকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে একটি সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি কালে এই ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো সৈয়দুর রহমান (২৫) ও মহব্বত ইসলাম মিশু।
বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসিন জানান, নতুন পাড়াস্থ বার আউলিয়া জামে মসজিদের সামলে পুলিশের একটি টহল দল সন্দেহবসত একটি যাত্রীবাহী অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায়। এই সময় অটোর আরোহী দুই যাত্রীর কাছে টিস্যু পেপারে মোড়ানো অবস্থায় দুহাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
আটককৃতরা নিয়মিত ইয়াবা পাচারের কথা পুলিশের কাছে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বায়েজিদ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।