চট্টগ্রামে পরিবহন ধর্মঘটে চরম দুর্ভোগ পোহাচ্ছে মানুষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বৃহত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘটে চরম দুর্ভোগ পোহাচ্ছে মানুষ।

মঙ্গলবার সকাল ৬টা থেকে দিনব্যাপী সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা এ ধর্মঘটে চট্টগ্রাম মহানগরীসহ জেলার সর্বত্র বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।

যানবাহন চলাচল বন্ধ থাকায় গন্তব্যে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগরীর নয়াবাজার বিশ্বরোড এলাকায় পিকেটাররা বেশ কয়েকটি টেম্পু ও হিউম্যান হলার ভাঙচুর করে। পিকেটারদের গাড়ি ভাঙচুরের সময় দৌড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় বাসচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটির সভাপতি মো. মুছা বলেন, ‘টার্মিনাল নির্মাণ, অটোরিকশা ও টেম্পুর জন্য পার্কিং স্পট, আনরেজিস্ট্রার্ড অটোরিকশার রেজিস্ট্রেশন প্রদান, মালিকের জমা ৬০০ টাকা নির্ধারণ, শ্রমিক পরিবহনের নামে ভুয়া সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বিআরটিএ অফিসে দুর্নীতি-হয়রানি-অব্যবস্থাপনা বন্ধ করা, পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র দিয়ে কল্যাণ তহবিলের টাকা পাওয়া নিশ্চিত করার দাবিতে আমরা ধর্মঘট পালন করছি।’