চট্টগ্রামে পাহাড় ধসে এক পরিবারের দুই শিশুসহ পাঁচজন নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পাহাড় ধসে এক পরিবারের দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে উপজেলার ছলিমপুর ইউনিয়নের জঙ্গল ছলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমূল ইসলাম ভূঁইয়া এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাহাড় ধসে শিশুসহ পাঁচজনের মৃত্যুর খবর পেয়েছি। এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি। খবর নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।