নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ২৯ জনের পরিবারে আর্থিক সহায়তা প্রদান করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের হিসাব মতে পাহাড় ধস, জলোচ্ছ্বাস ও দেয়াল চাপা পড়ে চট্টগ্রামে ২৯ জন নিহত হয়েছেন। নিহত প্রত্যেকের পরিবারকে মঙ্গলবার রাতে ও বুধবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা এবং ত্রিশ কেজি করে চাল প্রদান করা হয়েছে।আহতদের পরিবারকে দেওয়া হয়েছে ৫ হাজার টাকা করে।
এ ছাড়া রাঙ্গুনিয়া ও রাউজান উপজেলার জন্য ১০ টন করে ২০ টন, চন্দনাইশ উপজেলার জন্য ৫ টন এবং লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার জন্য ৩ টন করে ৬ টন চাল বরাদ্দ করা হয়েছে। বুধবার সকালে চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান এ সব তথ্য নিশ্চিত করেন।
জেলা প্রশাসনের সর্বশেষ তথ্যমতে, ভারী বর্ষণের ফলে রাঙ্গুনিয়া পাহাড় ধসে ১৬ জন, পাহাড়ি ঢলে ছয়জনসহ মোট ২২ জন নিহত হয়েছেন। চন্দনাইশে পাহাড় ধসে চারজন, রাউজানে পাহাড়ি ঢলে একজন এবং টর্নেডোয় বাঁশখালীতে ঘরের দেয়াল ধসে একজন নিহত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম মহানগরীর উত্তর হালিশহরের ২৬ নম্বর ওয়ার্ডে দেয়াল ধসে একজন নিহত হয়েছেন। মহানগর এবং উপজেলাগুলোর পাহাড়ি এলাকা এবং পাহাড় সংলগ্ন অবৈধ বসতিগুলো থেকে প্রায় ৫০০ পরিবারকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।
জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর জানান, ভারী বর্ষণের আবহাওয়ার পূর্বাভাস পেয়েই চট্টগ্রম মহানগরীর এবং উপজেলার পাহাড়ি এলাকায় পাহাড় ও পাহাড়ের পাদদেশ থেকে ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাসরত লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হয়েছে।


