
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী ও সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।
সোমবার দুপুর ও বিকেলে দুর্ঘটনা দুটি ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তার নাম মহিউদ্দিন (১৮)।
সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ের পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মনিরুজ্জামান জানান, রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে থাকা অজ্ঞাতনামা এক ব্যক্তিকে দ্রতগামী একটি কাভার্ড ভ্যান চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এদিকে হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) বেলাল উদ্দিন জানান, উপজেলার ফতেয়াবাদ বটতলীতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় মিনি বাসের ধাক্কায় মহিউদ্দিন নিহত হয়।