চট্টগ্রাম : র্যাব, পুলিশ ও বিশেষায়িত সোয়াত কমান্ডো টিমের কঠোর নিরাপত্তায় সোমবার সন্ধ্যায় চট্টগ্রামে এসে পৌঁছেছে বাংলাদেশ ও ইংল্যান্ড ক্রিকেট।
বিকেল ৫টার দিকে দুই দলের ক্রিকেটাররা চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন হোটেল রেডিসন ব্লু বে ভিউতে এসে পৌঁছায়।
এর আগে বিকেল পৌনে ৪টার দিকে ইউএস বাংলার একটি ফ্লাইটে দুই দলের সব ক্রিকেটার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
পুলিশের কঠোর নিরাপত্তা বেস্টনিতে দুই দলের ক্রিকেটাররা বিমানবন্দর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে হোটেল রেডিসন ব্লুতে আসেন।
চট্টগ্রামে বিসিবি কর্মকর্তা সাইফুল ইসলাম বাবু জানান, বাংলাদেশ ও ইংল্যান্ড দলের সব খেলোয়ার চট্টগ্রামে এসে পৌঁছেছেন।
বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদের শিশুপুত্রকেও সাথে দেখা গেছে। হোটেলের লবির কাছে গাড়ি থেকে নেমেই দুই দলের খেলোয়াড়রা ভেতরে চলে যান। এই সময় কেউ গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি।
মঙ্গলবার দুই দলই চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে বলে বিসিবি সূত্রে জানা গেছে। আগামী বুধবার এই মাঠে সিরিজ নির্ধারী শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
এরপর ২০ থেকে ২৪ অক্টোবর এই মাঠেই শুরু হবে দুই দলের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তার আগে ১৪-১৫ ও ১৬-১৭ অক্টোবর এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের সঙ্গে দুই দিনের দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে সফরকারীরা।