চট্টগ্রামে প্রথম জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বন্দর নগরী চট্টগ্রামে প্রথম জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ শুরু হয়েছে।

সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা স্মার্টকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিন, প্রাক্তন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, মনজুর আলম মঞ্জু, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামসহ ৫ জন ভিআইপির হাতে স্মার্টকার্ড তুলে দেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আগামী ১৬ মার্চ থেকে চট্টগ্রাম মহানগরীতে জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড বিতরণ কাজ শুরু হবে। প্রথম দফায় ডবলমুরিং থানার ১৩ নম্বর পাহাড়তলী ও কোতোয়ালি থানার ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডের ভোটারদের কাছে স্মার্টকার্ড বিতরণের কাজ শুরু হবে। এক মাস ধরে এই কর্মসূচি চলবে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, আগামী ১৬ মার্চ থেকে শুরু হবে ভোটারদের হাতে স্মার্টকার্ড পৌঁছে দেওয়ার কাজ। এর মধ্যে ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডে ভোটারদের কার্ড বাগমনিরাম আবদুর রশিদ সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের স্মার্টকার্ড আমবাগান টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিতরণ করা হবে।

ইতিমধ্যেই এসব ওয়ার্ডের ভোটারদের কার্ড জেলা নির্বাচন কার্যালয়ে পৌঁছে গেছে উল্লেখ করে তিনি বলেন, বিতরণের আগের দিন ওই এলাকাগুলোতে মাইকিং করে ভোটারদের নাম ও সময় জানিয়ে দেওয়া হবে। ভোটার ভেদে একাধিক কেন্দ্রও করা হবে।

জানা গেছে, ডবলমুরিং থানায় ৪ লাখ ৬৬৬ জন ও কোতোয়ালি থানায় ২ লাখ ২৮ হাজার ৯২৬ জন ভোটার রয়েছে। এর মধ্যে ২০১৪ সাল পর্যন্ত অন্তর্ভুক্ত হওয়া ভোটারদের স্মার্টকার্ড বিতরণ করা হবে। দুই ধাপে ১২ লাখ ২৫ হাজার স্মার্টকার্ড চট্টগ্রাম পৌঁছে গেছে।