চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
এ সময় প্রাইভেটকারসহ মোহাম্মদ জসিম উদ্দিন (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার বিকেলে নগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ওই ইয়াবা উদ্ধার করে।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার উত্তম কুমার চক্রবর্তী জানান, গোপন সূত্রে খবর পেয়ে দেওয়ানহাট ফ্লাইওভারের নিচে একটি প্রাইভেটকার (চট্ট-মেট্টো-গ ১১-৭৭১০) আটক করা হয়। পরে ওই প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ২০ লাখ টাকা।
আটক জসিম উদ্দিনের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলার প্রস্তুতি চলছে।