চট্টগ্রাম : চট্টগ্রামে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে এক লাখ ৬১ হাজার ৪৭২ জন শিক্ষার্থী।
রোববার বেলা ১১টা থেকে সারা দেশে একযোগে এ পরীক্ষা শুরু হয়েছে।
দুপুর ১২টার দিকে ডা. খাস্তগির সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সামসুল আরেফীন।
চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা বলেন, ‘সুষ্ঠুভাবে ৪ হাজার ৩৩টি স্কুল ও ২৮টি ইবতেদায়িসহ ৩৪৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।