নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম সমুদ্র বন্দরে খালাসের সময় প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের কাপড় আটক করা হয়েছে। বন্ড সুবিধার অপব্যবহার করে খালাসের সময় সোমবার সকালে রেমন্ড ব্র্যান্ডের এই বিপুল পরিমাণ কাপড় আটক করা হয়েছে বলে কাস্টমস সূত্র জানিয়েছে। চট্টগ্রাম কাস্টমস হাউসের উপ-কমিশনার নূর উদ্দিন কাপড় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। কাস্টমস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দারা জানতে পারেন-চট্টগ্রামের সুপ অ্যাপারেলস নামে একটি গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ড সুবিধার অপব্যবহার করে রেমন্ড ব্র্যান্ডের বিপুল পরিমাণ কাপড় আমদানি করেছে। তথ্য নিশ্চিত হয়ে প্রথমে এই কাপড়ের চালান বন্দর থেকে খালাস প্রক্রিয়া স্থগিত করা হয়। পরে সকালে চালানটির কায়িক পরীক্ষা করে প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের কাপড় আটক করা হয়।


