চট্টগ্রামে বাবার সাথে অভিমান করে ছেলের আত্মহত্যা

জেলা প্রতিবেদকঃ চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় বাবার সাথে অভিমান করে নিজের বুকে গুলি করে আত্মহত্যা করেছে মাহিন নামে এক যুবক।

মেডিকেল ভূর্তি পরীক্ষায় অংশ না নেওয়ায় বাবা শাসন করেছিলেন ছেলেকে। তাতে অভিমান করে পুলিশ কর্মকর্তা বাবার পিস্তলের গুলিতে আত্মহত্যা করলেন যুবক।

আজ শুক্রবার (২ এপ্রিল) নগরীর সিটি গেইটের শাপলা আবাসিক এলাকায় ঘটে এ ঘটনা।

পুলিশ জানায়, ছেলে মাহিন মেডিকেলের ভর্তি পরীক্ষায় অংশ না নেয়ায় বকাঝকা করেন বাবা খুলশী থানার উপ-পরিদর্শক মহিন উদ্দিন। এরপর বাবা নামাজে গেলে অভিমানে বাবার পিস্তল দিয়ে নিজের বুকের ডান পাশে গুলি করে সে। পরে মুমূর্ষু অবস্থায় প্রতিবেশীরা মাহিনকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।