চট্টগ্রামে বাসচাপায় এক শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে বাসচাপায় এক শিশু (৮) নিহত হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে মহানগরীর কোতোয়ালির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিশু নাম পরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বলেন, কোতোয়ালি মোড়ে বাসচাপায় ওই শিশু গুরুতর আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।