
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাস উল্টে ৪০ জন পোশাক শ্রমিক আহত হয়েছেন।
বুধবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট এলাকার এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩৭ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতদের মধ্যে কয়েকজন হলেন- নিপা (১৭), বিলকিছ (১৭), জান্নাত (১৮), রুমি (১৬), নার্গিস আক্তার (২১), নাসিমা (২৫), প্রিয়া আক্তার (২৪), পারভিন আক্তার (২৩), সুমী আক্তার (২২), মনোয়ারা বেগম (২০), মৌসুমী (১৮), সালমা (১৯), রুবেল (২১), সেকান্দর হোসেন (২৩)। তারা নগরীর বিভিন্ন এলাকায় বাস করেন।
পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আরিফ জানান, পোশাক শ্রমিকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ উল্টে যায়। এতে অন্তত ৪০ জন আহত হন। তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।