চট্টগ্রামে বাড়িতে চুরি করতে গিয়ে এলাকাবাসীর গণপিটুনিতে দুই চোর নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ঊনসত্তর পাড়া নামক এলাকায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে এলাকাবাসীর গণপিটুনিতে দুই চোর নিহত হয়েছে। শুক্রবার সকালে এই গণপিটুনির ঘটনা ঘটে। নিহতদের নাম মো. মোক্তার হোসেন ও সাইফুল ইসলাম। রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেফায়েত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরের দিকে স্থানীয় গৌরীশংকর হাট এলাকার সিরাজ কলোনিতে একটি বাড়িতে চুরি করতে ঢুকে দুই চোর। গৃহকর্তাসহ স্থানীয়রা ঘটনা টের পেয়ে চারপাশ থেকে ঘেরাও করে দুই চোরকে আটক করে। পরে তাদেরকে গণপিটুনি দিলে তারা ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।