চট্টগ্রামে বিদেশি মদসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন পোস্তারপাড় এলাকায় অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৪০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। এ সময় অটোরিকশাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়ে।

মঙ্গলবার সকালে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এএএম হুমায়ুন কবীরের নেতৃত্বে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মো. আয়াজ প্রকাশ বাবলা (৩৮) এবং মো. শামিম (৩০)।

গোয়েন্দা বিভাগের পরিদর্শক মাহবুবুল আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে পোস্তারপাড় এলাকায় ফেরদৌসের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশার সিটের নিচে অভিনব কায়দায় রক্ষিত অবস্থায় ৪০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে মদ এনে চট্টগ্রাম মহানগর এলাকায় বিক্রি করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরীর ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে।