
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : সোমবার দুপুরে চট্টগ্রাম শহরের নাসিরাবাদের দারোগাবাড়ী নামে ভবন থেকে এ সব অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সন্ত্রাসীরা হলেন- রাজন (৩১), ইকবাল (২৩), মিজান (২৫), পারভেজ (৩১) ও মোরশেদ আলী (২৬)। তাদের কাছ থেকে একটি বার্মিজ বন্দুক, তিনটি দেশীয় বন্দুক, নয় রাউন্ড কার্তুজ, একটি চাপাতি, দুটি ছোরা, দুটি রামদা, একটি লোহার পাইপ, চারটি মোবাইল সেট ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী বায়েজিদ থানার এসআই গোলাম মোহাম্মদ নাসিম জানান, দুর্ধর্ষ সন্ত্রাসী চক্র দারোগাবাড়ীতে অবস্থান করছে- এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাড়ির রান্না ঘর থেকে অস্ত্র এবং পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
এই সন্ত্রাসীরা দীর্ঘ দিন ধরে নগরীতে ছিনতাই, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।