নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বড়পোল গ্রামে কেরোসিনের চুল্লি বিস্ফোরণে এক তরুণী দগ্ধ হয়েছে।
মঙ্গলবার সকালে দুর্ঘটনায় দগ্ধ তরুণীর নাম মেহেরুন নেসা (১৭)। তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে রান্না ঘরে কেরোসিনের স্টোব জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এতে মেহেরুন নেসা দগ্ধ হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসে।