
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন শহীদ সবুর রোডে সবুর মার্কেটে অভিযান চালিয়ে ভিডিও পাইরেসি ও পর্নো ভিডিও ব্যবসার দায়ে ২০ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম র্যাব-৭। সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাজ্জাদ হোসেন (২১), রুবেল নাথ (২৫), মো. আরিফ হোসেন (২৩), মিশু দাস (২৩), মো. বাবলু (২২), রনি মিত্র (২৩), রানা দাস (১৮), মো. নিজাম উদ্দিন (২৫), মো. পিয়াল হোসেন (২৫), মো. সাইদুল ইসলাম (২১), মন্তোষ চৌধুরী (৩০), রুবেল মিত্র (৩২), মো. আরমান (২২), মো. হায়দার (২৮), মো. রাজু আহম্মদ (২০), মো. হেলাল উদ্দিন (২১), মো. মিজান (২৯), রবিন দে (২১), মো. নৈয়ম উদ্দিন (২০), মো. তারেকুল ইসলাম (১৮)।
চট্টগ্রাম র্যাব-৭ এর ভিডিও পাইরেসিবিরোধী টাস্কফোর্সের অপারেশন অফিসার এম আর আলম চৌধূরী জানান, গোপন সূত্রে তথ্য পেয়ে পটিয়া সবুর রোডের সবুর মার্কেটে বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব। এই মার্কেটে কতিপয় অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কম্পিউটারের মাধ্যমে সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি, বিভিন্ন শিল্পীদের গান এবং পর্নো ছবি কপিরাইট আইন লঙ্ঘন করে সংরক্ষণ ও বিভিন্ন মাধ্যমে বিতরণ করে অবৈধ ব্যবসা করে আসছিল। অভিযানে এমন অপরাধের সাথে জড়িত ২০ জন ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২১টি কম্পিউটার, ৩ হাজার ২৫০টি পাইরেটেড ভিডিও, পর্নোগ্রাফি সিডি, একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেপ্তারসহ আইনশৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৭ এই বিশেষ অভিযান পরিচালনা করে।