
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর ফিসারিঘাটের মাছের আড়তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত মাছ ব্যবসায়ী শামছু সওদাগরের আড়তে অভিযান চালায় পুলিশ। উদ্ধার করা জাটকার পরিমাণ দুই টনের বেশি হবে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মো. জসিম উদ্দিন।
তিনি জানান, জাটকাগুলো সংগ্রহ করে গোপনে মজুদ করে রাখা হয়। আজ-কালের মধ্যে সেগুলো বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল শামছু সওদাগরের। খবর পেয়ে আড়তে অভিযান চালিয়ে ম্যানেজার পিকলুকে আটক করেছে পুলিশ।