চট্টগ্রামে মাদক চোরাচালানি হিসেবে পরিচিত আমীর হামজাকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মাদক চোরাচালানি হিসেবে পরিচিত আমীর হামজাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ।

রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্দ্রঘোনা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এহসানুল কাদের ভুঁইয়া গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, আমীর হামজা রাঙ্গুনিয়া উপজেলায় মাদক চোরাচালানি হিসেবে পরিচিতি। তার বিরুদ্ধে মদ, ইয়াবা, হেরোইন, ফেনসিডিলসহ সব ধরনের মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগ দীর্ঘদিনের। তার নিয়ন্ত্রণে দুই শতাধিক ব্যক্তি মাদক চোরাচালানির সঙ্গে সম্পৃক্ত রয়েছে। পুলিশ দীর্ঘদিন ধরে আমির হামজাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছে।

গোপনসূত্রে খবর পেয়ে চন্দ্রঘোনা এলাকায় আমির হামজার বাড়িয়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এই সময় তার বাড়ি থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।

দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় আমির হামজাকে আদালতে সোপর্দ করা হয়েছে।