নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর হালিশহর নয়াবাজার এলাকার নাদাতুল উম্মাহ হাফেজিয়া মাদ্রাসায় এক ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মাদ্রাসা ছাত্রের নাম শাহরিয়ার আলম (১২)। রোববার রাত আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, রাতে শাহরিয়ার আলম নামের এক মাদ্রাসা ছাত্রকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের খালা শারমিন আক্তার অভিযোগ করেন, রাতে মাদ্রাসা থেকে তার ভাগিনা অসুস্থ বলে খবর দেওয়া হয়। পরে বাসা থেকে মাদ্রাসায় গিয়ে শাহরিয়ারকে আহত অবস্থায় দেখতে পান তারা। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে খালা শারমিন আক্তার জানান। মাদ্রাসায় শাহরিয়ারকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে তার অভিযোগ।


