চট্টগ্রামে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ মিরসরাই-বারৈয়ারহাট-খাগড়াছড়ি সড়কে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।

আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার বিকেল ৩টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির দুর্ঘটনায় ছয়জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিরসরাই অভিমুখি একটি যাত্রীবাহী বাস সরু সড়কে অপর একটি গাড়িকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ছয় যাত্রী নিহত ও আহত হয়েছেন ১৫ জন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।