চট্টগ্রামে যুবককে হত্যার পর লাশ দাহ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়া উপজেলায় ধনা মৃধা (১৮) নামে এক যুবককে হত্যার পর আলামত নষ্ট করতে লাশ দাহ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকালে পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের সেনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার রাতে শ্যামল দে নামে স্থানীয় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ জানান, এক যুবককে পিটিয়ে হত্যার পর একজন ইউপি সদস্যের নেতৃত্বে তড়িঘড়ি করে লাশ দাহ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই যুবকের ভগ্নিপতি রাজু কর পটিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর ওই ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বাদী রাজু কর অভিযোগ করেন, গত সোমবার দোল পূর্ণিমা উপলক্ষে সেনপাড়ায় অনুষ্ঠান ছিল। ধনা মৃধা ওই অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন শেষে মঙ্গলবার ভোরে বাড়ি ফেরার পথে মেম্বার শ্যামল দে ও তার ভগ্নিপতি সাজু দের সঙ্গে একটি দোকান কেনা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইউপি মেম্বার শ্যামল দের নেতৃত্বে পাঁচ-ছয় যুবক ধনাকে পিটিয়ে হত্যা করে। এরপর সকালে ধনার মায়ের কাছে লাশ বুঝিয়ে দিয়ে একটি সাদা কাগজে টিপসই নেন ইউপি মেম্বার শ্যামল দে। প্রচার করা হয় ধনা আত্মহত্যা করেছেন।

বিকেলে স্থানীয় শ্মশানে ইউপি সদস্য শ্যামল দের নেতৃত্বে ধনাকে দাহ করা হয়। পরে হত্যার খবর জানাজানি হলে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ অভিযুক্ত ইউপি সদস্য শ্যামলকে গ্রেপ্তার করে।