চট্টগ্রামে লড়াই হবে আওয়ামী লীগ প্রার্থী এবং বিএনএফ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এম এ সালাম এবং বিএনএফ প্রার্থী নারায়ণ রক্ষিতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে।     অপরদিকে সদস্য পদে আওয়ামী লীগ সমর্থিত ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এছাড়া সদস্য পদে ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।     জেলা নির্বাচন কর্মকর্তা মো. খোরশেদ আলম রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।     মো. খোরশেদ আলম বলেন, বাছাইকালে অন্য কোন প্রার্থী না থাকায় এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় সাধারণ সদস্য পদে ১নং মিরসরাই উপজেলায় শেখ মোহাম্মদ আতাউর রহমান, ৮নং রাঙ্গুনিয়া উপজেলায় কামরুল ইসলাম চৌধুরী, ১২নং আনোয়ারা উপজেলায় এস এম আলমগীর চৌধুরী, ১৫নং লোহাগাড়া উপজেলায় আনোয়ার কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এছাড়া সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে অন্য কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় দিলোয়ারা ইউসুফ ও ৪নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় সোলতানা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।     তিনি আরো বলেন, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম এ সালাম এবং বিএনএফ সমর্থিত প্রার্থী নারায়ণ রক্ষিতের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হওয়ায় এই দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।