চট্টগ্রাম : চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
বুধবার দুপুর পৌনে ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বিভিন্ন দাবিতে এশিয়ান এসআর গ্রুপের মালিকানাধীন একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। এ সময় নিউমার্কেট থেকে স্টেশন রোড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে ৫-৬ জন পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
সংঘর্ষ থামাতে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানো গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। সংঘর্ষের কারণে পুরো নিউ মার্কেট, কোতেয়ালি, আইস ফ্যাক্টরি রোড, স্টেশন রোড়সহ বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।