চট্টগ্রামে সহ-সম্পাদক হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাস হত্যার ঘটনায় মোক্তার হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত মধ্যরাতে বন্দর থানার বড়পোল এলাকার একটি বাস কাউন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মোক্তার হোসেন নগরীর লালখান বাজার এলাকার যুবলীগ নেতা ও সিটি কলেজের প্রাক্তন ভিপি দিদারুল আলম মাসুমের অনুসারী হিসেবে পরিচিত।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আবদুর রউফ জানান, মোক্তার ভোলায় পালিয়ে যাচ্ছিল। রাতে তার বাস ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাউন্টারে বসা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। মোক্তার নগরীর সদরঘাট এলাকার স্থানীয় বাসিন্দা। ভিডিও ফুটেজে হত্যাকাণ্ডের আগে সুদীপ্তর বাসার দিকে মোক্তারকে যেতে দেখা গেছে।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর সকালে নগরীর সদরঘাট থানা এলাকার বাসা থেকে সুদীপ্ত বিশ্বাসকে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।সুদীপ্ত চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ছাত্র ছিল। মহানগর ছাত্রলীগের পাশাপাশি সিটি কলেজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিল সে।