
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বুধবার রাত ১০টার দিকে নগরীর ডবলমুরিং থানার ধনিয়ালা পাড়া এলাকায় বিএনপির এক নেতার বাসা ঘেরাও করে নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়।
এর আগে চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জনসভা আয়োজনকে ঘিরে প্রস্তুতি বৈঠক থেকে সাবেক কাউন্সিলরসহ বিএনপির ৩৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন সেলিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিএনপি আহূত সমাবেশ ঘিরে নগরীতে অরাজকতা ও নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠক চলাকালে নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল আলম জানান, বৃহস্পতিবারের সমাবেশ সফল করার লক্ষ্যে ডবলমুরিং থানা বিএনপির প্রস্তুতি সভা চলাকালে পুলিশ অতর্কিতভাবে বৈঠক থেকে বিএনপি নেতা-কর্মীদের গণগ্রেপ্তার করে নিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও স্থানীয় বিএনপি’র সভাপতি নিয়াজ মোহাম্মদ খান ও সাধারণ সম্পাদক সম্পাদক নূরুল ইসলাম প্রকাশ বাদশা মিয়াসহ ৩৩ জন নেতা-কর্মী রয়েছে।
বিএনপির সভানেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিকেলে নগরীর লালদীঘি ময়দানে সমাবেশ করার কর্মসূচি নিয়েছে। পুলিশের কাছে লালদিঘী মাঠে সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করলেও পুলিশ অনুমতি দেয়নি। এর প্রেক্ষিতে নগরীর কাজীর দেউরিস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে। এই সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্র জানিয়েছেন। তবে সমাবেশ করতে না দিতে পুলিশ গণগ্রেপ্তার অভিযান পরিচালনা করছে বলে বিএনপি নেতারা অভিযোগ করেছেন।