
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের বন্দর থানার সল্টগোলা এলাকায় যুবলীগকর্মী মো. মহিউদ্দিন হত্যা মামলায় এজাহারভুক্ত চার আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম বন্দর থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকার বাসা থেকে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে হত্যা মামলার প্রধান আসামি বন্দর থানা এলাকার আওয়ামী লীগ নেতা হাজী ইকবালের ছেলে আলী আকবরও রয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার হারুনুর রশীদ হাজারী।
পুলিশ জানায়, যুবলীগকমী মহিউদ্দিন হত্যা মামলার আসামিরা ঢাকার খিলক্ষেত এলাকার একটি বাড়িতে অবস্থানের খবর পেয়ে খিলক্ষেত থানা পুলিশের সহায়তা নিয়ে গভীর রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের চট্টগ্রামে আনা হচ্ছে।
গত ২৬ মার্চ বিকেলে নগরীর সল্টগোলা মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিটিং চলাকালীন দুর্বৃত্তরা হামলা চালিয়ে মহিউদ্দিনকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করে পালিয়ে যায়। এই ঘটনায় বন্দর থানায় ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।