
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী উপজেলা থেকে চাঁদাবাজির ১১ লাখ টাকাসহ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার সকালে চট্টগ্রাম র্যাব-৭ এর একটি দল গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন জেএসএস নেতা ধন বিকাশ চাকমা, তার সহযোগী প্রেম রঞ্জন চাকমা এবং রুবেল তঞ্চগ্যা।
র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন আহাম্মেদ জানান, ধন বিকাশসহ তার সহযোগীরা চট্টগ্রাম নগরীতে আসার সময় হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ধন বিকাশ চাকমার কাছ থেকে চাঁদাবাজির ১১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।