চট্টগ্রামে ১৮ হাজার টাকা মূল্যের জালনোটসহ দুই জালনোট ব্যবসায়ীকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : সোমবার সকালে গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মোহাম্মদ সাগর (২৪) এবং মিজানুর রহমান (২৬)।

নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান রাইজিংবিডিকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল ঈশান মিস্ত্রির হাট মধ্যম হালিশহর নিউ ক্যাফে মালেক হোটেলে অভিযান পরিচালনা করে। এ সময় ১৮ হাজার টাকার জালনোটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জালনোটের ব্যবসা করে আসছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।