নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে ২২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর বায়েজিদ থানা এলাকায় অভিযান চালিয়ে এই ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত দুটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
বায়েজিদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন বলেন, বায়েজিদ থানা এলাকায় অভিযান চালিয়ে ২২ হাজার পিস ইয়াবা এবং দুটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।