
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযানে তিন থানা এলাকা থেকে ২৮ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে নগর পুলিশের বায়েজিদ থানা, বাকলিয়া থানা ও পতেঙ্গা থানা এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এই সময় চারজনকে আটক করা হয়েছে।
মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, সকালে বিশেষ অভিযান চালিয়ে নগরীর বায়েজিদ থানা এলাকা থেকে ১৩ হাজার ৩০০ পিস, বাকলিয়া থানা এলাকা থেকে ১০ হাজার এবং পতেঙ্গা থানা এলাকা থেকে পাঁচ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। ইয়াবা পাচারের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে।