
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বুধবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে নগরীর কোতয়ালী থানার নিউমার্কেট এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ জাহেদ হোসেন (২২) এবং আনোয়ার হোসেন (৩২)। গ্রেপ্তারকৃতরা দুজনই সম্পর্কে চাচা-ভাতিজা। নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ রাইজিংবিডিকে জানান, গোপন সূত্রে তথ্য পেয়ে নিউমার্কেট এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়। এই সময় ওই বাসায় জালনোট তৈরির মেশিন, ল্যাপটপ, কম্পিউটারসহ ৩০ লাখ টাকা মূল্যমানের জালনোট উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় জালনোট ব্যবসায়ী চাচা-ভাতিজাকে। গ্রেপ্তারকৃতারা দীর্ঘদিন ধরে জালনোট তৈরি ও ব্যবসা চালিয়ে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে। এদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।