চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট কাশবন রেস্টুরেন্ট থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের পরিদর্শক কেশব চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এরা হলো মো. নুরুল আলম (২০), মো. রুবেল (২০) ও কেফায়েত উল্লাহ (২০)।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী জানান, গোপন সূত্রে খবর পেয়ে কাশবন বেকারিতে ইয়াবা বেচাকেনার সময় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। এরা দীর্ঘদিন যাবত টেকনাফ থেকে কম দামে ইয়াবা ট্যাবলেট কিনে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রয় করে আসছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। এদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।