চট্টগ্রামে ৪ হাজার পিস ইয়াবাসহ এক মিয়ানমার নাগরিককে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের সদরঘাট থানার একটি হোটেলে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ এক আনসার সদস্য ও এক মিয়ানমার নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার গভীর রাতে সদরঘাটের হোটেল শাহজাহান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আনসার সদস্য রফিকুল ইসলাম (৪৭) এবং রোহিঙ্গা নাগরিক নুর আহমদ (৫০)। রফিকুল খুলনার মগবাড়ি পুলিশ ক্যাম্পে কর্মরত।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ জানান, ইয়াবাসহ শাহজাহান হোটেলে দুইজনের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবাসহ আনসার সদস্য রফিকুল ও মিয়ানমারের নাগরিক নুর আহমেদকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সদরঘাট থানায় মামলা হয়েছে।