চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৫১ জনকে গ্রেপ্তার করেছে নগর পুলিশ।
শনিবার গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। অভিযানে দুই হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে জিআর মামলায় তিনজন ও সিআর মামলায় ১০ জন আসামি রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগন ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।