চট্টগ্রামে ৬১ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ৬১ মামলার আসামি মো. রফিককে (৩২) গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ।

বুধবার সকালে উপজেলার ছদহা ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হোসেন বলেন, ২০১৩-২০১৪ সালে যুদ্ধাপরাধী জামায়াত নেতাদের মামলার রায়ের পর ডাকা হরতালে সাতকানিয়া ও কক্সবাজার জেলাসহ বিভিন্ন স্থানে সহিংসতার নেতৃত্ব দিয়েছে রফিক।

তার বিরুদ্ধে চট্টগ্রাম, সাতকানিয়া, কক্সবাজারসহ বিভিন্ন থাকায় কমপক্ষে ৬১টি মামলা রয়েছে। পুলিশ দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল। বুধবার বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে ওসি জানান। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।