চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও ইয়াবা বড়িসহ ৮০ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।
শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন থানা পুলিশ এদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪১৯৮ পিস ইয়াবা বড়ি, ৭০ লিটার চোলাই মদ ও ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশ সূত্র জানায়, নগরীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৮০ জনের মধ্যে জিআর মামলায় সাতজন, সিআর মামলায় ১০ জন ও সাজাপ্রাপ্ত একজন আসামি রয়েছে।