ক্রীড়া প্রতিবেদক : চট্টগ্রাম টেস্টের ভালো ফল প্রত্যাশা বাড়িয়েছে ক্রিকেটপ্রেমীদের।
শুধু ক্রিকেটপ্রেমী নয়, ভক্ত-সমর্থক, ক্রিকেট সংশ্লিষ্ট সবাই টাইগারদের থেকে ঢাকা টেস্টে দারুণ কিছুর প্রত্যাশায় রয়েছে।
প্রত্যাশা যখন আকাশচুম্বি থাকে, তখন সেই প্রত্যাশাপূরণের চাপও থাকে। স্বাভাবিকভাবেই মুশফিকবাহিনীর ওপর এখন প্রত্যাশাপূরণের চাপ।
তবে চাপ নয়, বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম প্রত্যাশাপূরণকে দেখছেন ভিন্নরূপে। শুনুন তার মুখ থেকেই, ‘আগের থেকে বাংলাদেশ দলে পারফর্মারের সংখ্যা বেশি। তাই প্রত্যাশাটা শুধু নিজেদের ভেতর না, দর্শকরাও করে। আমরা সব সময় চেয়েছি, সব ফরম্যাটে ভালো ফল করতে। প্রথম টেস্টে আমরা ভালো খেলেছি কিন্তু কখনোই সেটা অপ্রত্যাশিত ছিল না। পাঁচদিন ডমিনেট করে খেলাটা অপ্রত্যাশিত। কিন্তু আমরা যে লড়ই করব, এটা অপ্রত্যাশিত নয়। বিশ্বাসটা আমাদের ছিল। বিশ্বাস ছাড়া কেউ কিছু অর্জন করতে পারে না। প্রত্যাশা সব সময়ই থাকে। আমরাও চেষ্টা করছি প্রত্যাশার চাপের সঙ্গে মানিয়ে নিতে।’
প্রত্যাশা, স্বপ্ন সবই পূরণ করতে চান মুশফিক। এজন্য ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের সেরা ক্রিকেটটাই খেলতে চান। তবে প্রতিপক্ষ হিসেবে ইংলিশদের হালকাভাবে নিচ্ছেন না অধিনায়ক, ‘ইংল্যান্ড ভালো দল, দারুণ খেলছে সব ফরম্যাটেই। ইংল্যান্ড অনেক কঠিন প্রতিপক্ষ। তবে আমরাও চেষ্টা করব শেষ টেস্ট থেকে ইতিবাচক দিকগুলো নিয়ে নতুন করে শুরু করতে। আমাদের জন্য চ্যালেঞ্জিং হলেও আমাদের বিশ্বাস আমরা পারব।’