চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা ট্রেনে সেনা অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার

ঢাকা, ২১ নভেম্বর ২০২৫ (শুক্রবার): চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে বিশেষ অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে সেনাবাহিনী। শুক্রবার রাত আনুমানিক ২২:৪৫টায় গাজীপুরের পুবাইল রেলস্টেশন এলাকায় সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ দিয়াবাড়ি সেনা ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ট্রেনের ইঞ্জিন বগি এবং সংলগ্ন বগি থেকে বড় পরিমাণ এই মাদক উদ্ধার করা হয়। তবে ঘটনায় জড়িত কাউকে আটক করা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা রক্ষা ও মাদক পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে। মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।