
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম থেকে ৬ লাখ পিস ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তারকৃতদের ছয়জন মিয়ানমারের নাগরিক রয়েছে।
রোববার ভোরে মহানগরীর পতেঙ্গা থানার চরপাড়া স্লুইচগেট এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, ইয়াবা পাচারের খবর পেয়ে ভোর ৫টার দিকে র্যাবের একটি টিম পতেঙ্গার সমুদ্র এলাকা চরপাড়া স্লুইচগেটে অবস্থান নেয়। এ সময় ওই এলাকা থেকে ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে ৬ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জন মিয়ানমারের নাগরিক। এ ঘটনায় মামলা হয়েছে।