
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বুধবার ভোর থেকে প্রবল বর্ষণের ফলে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় অন্তহীন দুর্ভোগের মধ্যে পড়েছেন চট্টগ্রাম নগরবাসী।
থৈ থৈ পানিতে স্থবির হয়ে পড়েছে নগরীর জীবন যাত্রা। যানজটে থমকে আছে সড়ক মহাসড়ক। যানজট আর জলজটে দুর্ভোগের শেষ নেই সাধারণ মানুষের।
চট্টগ্রাম আবহাওয়া দপ্তরের কর্মকর্তা বিশ্বজিত চৌধুরী জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রামে ২২৫.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম নগর জুড়ে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরীর ২ নং গেইট, বাদুরতলা, বহদ্দার হাট, চাঁন্দগাঁও, হালিশহর, চকবাজার, জিইসি, বাকলিয়া, আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকাসহ বিভিন্ন এলাকায় পানি থৈ থৈ করছে।
এসব এলাকায় বন্ধ রয়েছে যান চলাচল। বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। এসব এলাকার লোকজন পানিবন্দি হয়ে আছে সকাল থেকে।