
চট্টগ্রাম ব্যুরোঃ ‘সিএমপি’ পুলিশের তালিকাভুক্ত অন্যতম সন্ত্রাসী, কোতোয়ালী থানা এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড কার্তুজসহ ২৭ মামলার আসামি দিদারুল আলম মাসুম প্রকাশ আবু তাহের মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার রাত সাড়ে ১০টায় পাথরঘাটার ৩৭ নম্বর মহিম দাশ রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাসুম এনায়েত বাজার এলাকার আবুল বশরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন।
তিনি বলেন, অবৈধ অস্ত্রগুলি নিয়ে প্রতিনিয়িত সন্ধ্যা হতে ভোর বেলা পর্যন্ত কোতোয়ালী থানা এলাকার রেলওয়ে স্টেশন, নিউ মার্কেট মোড়, আমতল, শাহ আমানত মার্কেট, আন্দরকিল্লা, জামালখান, ব্রিকফিল্ড রোড, ফিশারিঘাটসহ নগরীর বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালায়। অস্ত্র ঠেকিয়ে পথচারী, সিএনজি বা বাসে থাকা যাত্রীদের নিকট হতে সুযোগ বুঝে তাদের সাথে থাকা মোবাইল, অর্থ, স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় মাসুম। এছাড়াও সে আরও নানা রকমের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।