চট্টগ্রাম বন্দরে কোটি টাকার ইলেকট্রনিক্স পণ্যের চালান জব্দ করেছেন

নিজস্ব প্রতিবদক : চট্টগ্রাম বন্দরে শুল্ক গোয়েন্দা মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার ইলেকট্রনিক্স পণ্যের চালান জব্দ করেছেন।

গোপন সংবাদ ভিত্তিতে এই পণ্য বৃহস্পতিবার বন্দর থেকে ছাড় হওয়ার পর্যায়ে জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন।

জব্দ পণ্যগুলোর মধ্যে রয়েছে সানগ্লাস, হোয়াইট গ্লাস, কেবল, মোবাইল ফোনের ব্যাটারি, চার্জার, কভার ও কেসিং; হাতঘড়ি, হেডফোন, আইপি ক্যমেরা, ফটোকপিয়ার ইঙ্ক, প্রিন্টার কার্টিজ, স্যামসাং গ্যালাক্সি ট্যাব, রিয়ার ভিউ মিরর, ইনডিকেটর লাইট, ব্রেক ইত্যাদি।

সূত্র জানায়, পণ্যের চালানটির আমদানিকারক এসবি করপোরেশন নামের একটি প্রতিষ্ঠান এবং সিএন্ডএফ এজেন্ট হাসিনা এন্টারপ্রাইজ। এসব পণ্যের কান্ট্রি অব অরিজিন চায়না। তল্লাশী করে পাওয়া সকল পণ্যই ঘোষণা বহির্ভূত। এই পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ১০ লাখ টাকা (শুল্ক-করাদি সহ)। এ বিষয়ে আমদানিকারক ও  সিএন্ডএফ এজেন্ট এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সঠিক শুল্ক ও কর আদায় করার জন্য কাস্টমস হাউস, চট্টগ্রাম এর নিকট মামলা দায়ের করা হয়েছে।