চট্টগ্রাম বন্দরে জাহাজে ভয়াবহ কন্টেইনার জট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বিকল হয়ে গেছে চট্টগ্রাম বন্দরে জাহাজে পণ্য বোঝাই কন্টেইনার উঠা-নামায় ব্যবহৃত দুটি গ্যান্ট্রি ক্রেন। এতে কন্টেইনার হ্যান্ডলিং ব্যাহত হওয়ায় বন্দরে সৃষ্টি হয়েছে ভয়াবহ কন্টেইনার জট। অন্যদিকে পণ্য খালাসের অপেক্ষায় বন্দর জেটি ও বহির্নোঙরে জাহাজের সারিও দীর্ঘ হচ্ছে।

চট্টগ্রাম বন্দরসূত্র জানায়, ঈদের আগের দিন বিকেলে চট্টগ্রাম বন্দরের জেটিতে নোঙর করার সময় ১৮৪ মিটার লম্বা মিশরের পতাকাবাহী একটি কন্টেইনার ভ্যাসেল ‘এমভি এক্সপ্রেস সুয়েজ’সিসিটি জেটিতে সজোরে ধাক্কা দেয়। এতে জেটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। এই সময় জেটির উপর রেল ট্রেকে স্থাপিত দুটি গ্যান্ট্রি ক্রেন ক্ষতিগ্রস্ত হয়ে বিকল হয়ে যায়। জেটির তিন নম্বর গ্যান্ট্রি ক্রেন রেল ট্রেক থেকে কিছুটা সরে যায়। চার নম্বর গ্যান্ট্রি ক্রেনের কিছু অংশ ভেঙ্গে যায়। ঘটনার পর বন্দরের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে এমভি এক্সপ্রেস সুয়েজ নামের জাহাজটি আটক করেন। এই ঘটনায় তদন্ত কমিটিও গঠন করা হয় ।

বন্দরের সদস্য (অ্যাডমিন এন্ড প্ল্যানিং) মোহাম্মদ জাফর আলম জানান, দুর্ঘটনার ফলে বন্দরের কন্টেইনার ওঠা-নামার প্রধান মেশিনারিজ গেন্ট্রি ক্রেন অচল হয়ে গেছে। এতে কন্টেইনার ওঠা-নামার কাজ মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। জাহাজ থেকে পণ্য বোঝাই কন্টেইনার হ্যান্ডলিং ব্যহত হওয়ায় জাহাজ জট বাড়ছে। আবার বন্দর থেকে কন্টেইনার খালাস না হওয়ায় বন্দর অভ্যন্তরেও বাড়ছে কন্টেইনার জট। বর্তমানে নির্দিষ্ট জাহাজের ক্রেন দিয়ে সীমিত আকারে জাহাজের পণ্য ওঠা-নামার কাজ চলছে।

জাফর আলম বলেন, ‘দুর্ঘটনার ফলে আমরা জেটি ব্যবস্থাপনায় কিছুটা পরিবর্তন এনেছি। ম্যানেজ করেছি। জেটিতে পানগাঁও টার্মিনালের জাহাজ বার্থিং দিচ্ছি। অপরদিকে নিউমুরিং কন্টেইনার টার্মিনালে (এনসিটি) পানগাঁও টার্মিনালের জন্য নির্দিষ্ট জেটিতে গিয়ারলেস (যেসব জাহাজে ক্রেন নেই) কন্টেইনার মাদার ভ্যাসেল ভিড়াচ্ছি। চট্টগ্রাম বন্দরে গিয়ারলেস ভ্যাসেল না পাঠানোর জন্য শিপিং এজেন্টদের অনুরোধ জানিয়েছি।

বন্দর সূত্র জানায়, গ্যান্ট্রি ক্রেন সমস্যার কারণে বন্দরে কন্টেইনার জট ও জাহাজ জট দুটোই চরম আকার ধারণ করেছে। চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে কন্টেইনার রাখার ধারণ ক্ষমতা ৩৬ হাজার ৩৫৭ টিইইউএস। এর মধ্যে শুক্রবার পর্যন্ত বন্দরের অভ্যন্তরে কন্টেইনারের পরিমাণ ৪০ হাজার টিইউএস ছাড়িয়ে গেছে।

অপরদিকে বন্দরে গড়ে ১৪/১৫টি জাহাজকে পণ্য খালাস এবং পণ্য বোঝাইয়ের জন্য অপেক্ষমান থাকতে হতো। ঈদের আগেও বন্দরের বহির্নোঙরে অপেক্ষমান কন্টেইনার জাহাজের সংখ্যা ছিল ১৪টি। কিন্তু সর্বশেষ শনিবার সকাল পর্যন্ত বহির্নোঙরে অপেক্ষমান কন্টেইনার জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ২৭টি।

এদিকে জাপান থেকে কারিগরি সহায়তা নিয়ে গ্যান্ট্রি ক্রেন মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে বলে বন্দর সদস্য জাফর আলম জানিয়েছেন।