নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেটের এম শেড মেশিনারিজ গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বন্দর ইপিজেড ও আগ্রাতি স্টেশনের কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে সকাল ৯টার দিকে ওই মেশিনারিজ গুদামে আগুন লাগে। আগুনে বিপুল পরিমাণ কাগজপত্র ও মেশিনারিজ যন্ত্রপাতি পুড়ে গেছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোনায়েম বিল্লাহ জানান, বন্দরের এম শেড মেশিনারিজ গুদামে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুনে নিয়ন্ত্রণে আনা হয়। তার আগেই গুদামে থাকা কাগজপত্র ও বিভিন্ন মেশিনারিজ মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।