চট্টগ্রাম বিমানবন্দরে দেড় কেজি ওজনের ১৩টি সোনার বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের দোহা থেকে আসা ইউএস বাংলার একটি ফ্লাইটের একটি পরিত্যক্ত কার্টন থেকে দেড় কেজি ওজনের ১৩টি সোনার বার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে চার্জার লাইটের ব্যাটারির খোলসের ভিতর থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়। চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মাহবুবুর রহমান সোনার বার উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ইউএস বাংলার ফ্লাইটটি অবতরণের এই ফ্লাইটের একটি কার্টন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। কার্টনটির কোনো দাবিদার না থাকায় কাস্টমস কর্তৃপক্ষ কার্টনটি খুলে তল্লাশি চালায়। পরে এই কার্টনে থাকা চার্জার লাইটের ব্যাটারির খোলসের ভিতর তল্লাশি চালিয়ে ১৩টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার বারের ওজন প্রায় দেড় কেজি।