
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) অনার বোর্ডে এক দশক পর ফের লেখা হলো নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার নাম।
২০১৫ সালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা কালো কালি দিয়ে মান্নার নাম মুছে দিয়েছিল এবং চাকসুর সংগ্রহশালায় তার ছবি সরিয়ে ফেলে। প্রায় ১০ বছর পর সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন তার নাম পুনঃলিখন করে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরীর নেতৃত্বে ৩০-৪০ জন নেতাকর্মী চাকসু ভবনের তৃতীয় তলার অনার বোর্ড থেকে মান্নার নাম মুছে ফেলেন। ওইদিনই সংগ্রহশালা থেকেও তার ছবি সরানো হয়।
এ প্রসঙ্গে মান্না আমার দেশ-কে বলেন,
“ছাত্রলীগ আমাকে ক্যাম্পাসে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে এবং আমার নাম অনার বোর্ড থেকে মুছে দেয়ার ক্ষেত্রে সরাসরি শেখ হাসিনার নির্দেশ ছিল। এটি রাজনৈতিক প্রভাব ও ব্যক্তিগত প্রতিহিংসার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিকৃতির প্রমাণ।”
তিনি আরও বলেন, “নাম মুছে দিলেই ইতিহাস মুছে যাবে না। কাগজ, ব্যানার, পাথরে লেখা নাম মুছে যেতে পারে, কিন্তু মানুষের হৃদয়ে লেখা নাম চিরস্থায়ী।”
সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্প্রতি পদক্ষেপ নেয়। চাকসু কেন্দ্রের পরিচালক ও নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক ড. জাহিদুর রহমান বলেন,
“আমরা বিষয়টি জানতে পেরেই অবিলম্বে নাম পুনঃলিখন করেছি।”
মাহমুদুর রহমান মান্না ১৯৭২ সালে জাসদ ছাত্রলীগের প্রার্থী হয়ে চাকসুর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ডাকসুর ইতিহাসে একমাত্র ব্যক্তি হিসেবে দুইবার ভিপি নির্বাচিত হন (১৯৭৯ সালে জাসদ ছাত্রলীগ এবং ১৯৮০ সালে বাসদ ছাত্রলীগের প্রার্থী হিসেবে)।